অতিবৃষ্টিতে বান্দরবানে ক্ষতিগ্রস্ত হয়েছেন শসা চাষিরা। এতে মূলধন ফিরে না পাওয়ার আশঙ্কা করছেন তারা।
চাষি ও স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে বান্দরবানে শসা ক্ষেত হলুদ হয়ে নুয়ে পড়েছে। এতে করে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
সদর উপজেলার তুলাতলি পাড়ার চাষি গোপা তঞ্চগ্যা জানান, এ মৌসুমে ৪০ শতক জমিতে শসা চাষ করেন। এতে ব্যয় হয় প্রায় ৫০ হাজার টাকা। মণ ১২০০ টাকায় দশ হাজার টাকার শসা বিক্রি করি।
রোয়াজা পাড়ার শসা চাষি আহম্মদ নবী জানান, নদীর চরে ১ একর জমিতে প্রায় ৮০ হাজার টাকা খরচে শসা চাষ করি। এরমধ্যে প্রতি মণ ৯০০ টাকা করে ৫০ হাজার টাকার শসা বিক্রি করি।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, ৪৬ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। হেক্টর প্রতি ১২ থেকে ১৪ টন শসা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে টানা বৃষ্টির কারণে কুমড়ো জাতীয় ফসলের গাছের শিকড়ে পচন ধরে পাতা হলুদ হয়ে মরে যেতে শুরু করেছে।
নয়ন চক্রবর্তী/আরএইচ/এএসএম