জাতীয়

অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিসিবির পরিচালক মাহবুবুল আনাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুবুল আনাম। তার আইনজীবী আল আমিন রাহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাহবুবুল আনামের বিরূদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ অসত্য এবং ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। আনীত অভিযোগ প্রমাণ করতে পারেনি দুদক। তাই তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে গত বছরের ৩১ জানুয়ারি দুদক থেকে একটি স্মারকও দেওয়া হয়েছে।

দুদক মহাপরিচালক সাইদ মাহবুব খানও বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, দুদক থেকে গত বছর ৩১ জানুয়ারি দেওয়া স্মারকে বলা হয়, মাহবুবুল আনামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের যে অভিযোগ উঠেছিল, তা অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় দুদক এ তদন্তের পরিসমাপ্তি টেনেছে।

মাহবুবুল আনাম বিসিবির পরিচালক পদে দায়িত্ব পালনের পাশাপাশি পর্যটন ও কুরিয়ার সেবাসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। তিনি বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বিএএফএফএ) সভাপতির দায়িত্বেও ছিলেন।

২০১৯ সালে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযানকালে বিভিন্নজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেসময়ই মাহবুবুল আনামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল দুদক।

এসএম/এএএইচ/এএসএম