টিফিনের টাকা বাঁচিয়ে সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ অর্থ দিয়েছে তারা।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে টুঙ্গিপাড়া উপজেলার হলরুম বজ্রকণ্ঠে উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
এ সময় শিক্ষার্থীদের হাতে ২ টাকা ও ৫ টাকার নোটও দেখা যায়।
প্রতিনিধি দলের শিক্ষার্থী লামিয়া আক্তার বলে, সিলেটে বন্যায় অসহায় মানুষের কথা ভেবে স্কুলের টিফিনের টাকা থেকে পাঁচ দশ টাকা তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে জমা দিলাম। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, এটি কোমলমতি শিক্ষার্থীদের একটি মহৎ উদ্যোগ। তাদের দেওয়া অর্থ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।
উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস বলেন, স্কুলের মেয়েরা যেভাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেটি দেখে আমার ভীষণ ভালো লাগছে। এ ধরনের উদ্যোগ নেওয়ায় তাদের শুভেচ্ছা জানাই।
মেহেদী হাসান/এসআর/জেআইএম