সিএনজিচালিত অটোরিকশার সিট কভারের নিচ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় আবু ছৈয়দ (২০) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার মরিচ্যা গরু বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। আটক ছৈয়দ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত ছৈয়দ আহমদের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, উখিয়ার মরিচ্যা গরু বাজার এলাকা হয়ে মাদকের চালান পাচার হচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি অটোরিকশার গতিরোধের পর তল্লাশি করা হয়। সিটকাভারের নিচে বিশেষ কায়দায় রাখা ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় চালক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। মাদক বহনের কাজে ব্যবহৃত অটোরিকশা ও মোবাইল জব্দ করা হয়েছে।
আটক যুবকের বিরুদ্ধে উখিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
সায়ীদ আলমগীর/এসজে/এমএস