বরিশাল সদর উপজেলার দুই ইটভাটা মালিককে দেড় লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়।দণ্ডিত দুই ইটভাটা মালিক হচ্ছেন, চরকরনজী গ্রামের রছি ব্রিকসের মালিক সোহেল এবং হিজলতলা গ্রামের দোলা ব্রিকসের মালিক সঞ্জিব দাস।বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার বিশ্বাস জানান, ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহার এবং কাঠপোড়ানোর দায়ে প্রত্যেককে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।অভিযানকালে ইটভাটার চিমনি ভেঙে ফেলাসহ ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়।