দেশজুড়ে

নৌকায় বিশ্ব ভ্রমণে আসা অস্ট্রেলিয়ান নারী কুয়াকাটায়

অস্ট্রেলিয়ান নারী স্যান্ডি রবসন ফাইবার প্যাডেল নৌকার দাড় বেয়ে এখন পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকত এলাকায় অবস্থান করছেন। ফাইবার প্যাডেল বোট নিয়ে বিশ্ব ভ্রমণে বের হওয়া এই নারী বুধবার বিকেলে কুয়াকাটার সমুদ্র সৈকতে এসে পৌছেন।স্যান্ডি রবসন ২০১১ সালে অষ্ট্রেলিয়া থেকে সমুদ্র পথে বিশ্ব ভ্রমণে বের হয়। ২০১৬ সালে রবসনর সমুদ্র ভ্রমণ শেষ করবেন। ফাইবার প্যাডেল বোট নিয়ে স্যান্ডি রবসন জার্মানী, স্লোভাবাকিয়া, হাঙ্গেরি, সেবিয়া, মেসোডনিয়া, গ্রীস, তুর্কি, সাইপ্রাস, শ্রীলংকা ও ভারত ভ্রমণ শেষে পরে তিনি সুন্দরবন হয়ে কুয়াকাটায় পৌছেন। বর্তমানে তিনি কুয়াকাটার আবাসিক হোটেল বনানীতে অবস্থান করছেন।বৃহস্পতিবার সকালে স্যান্ডি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখান থেকে কক্সবাজার, সেন্টমার্টিন হয়ে মায়ানমার যাবেন। সেখান থেকে কম্বডিয়া, থাইল্যান্ড হয়ে অষ্ট্রেলিয়ায় ফিরে যাবেন বলে জানিয়েছেন স্যান্ডি।তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ব রেকর্ড করতে তিনি ভ্রমণে নেমেছেন। এখন পর্যন্ত তিনি প্যাডেল বোডে ৫ হাজার কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিয়েছেন।