দেশজুড়ে

সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুকুর ঘাট ব্যবহার ও দখল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাজিবুল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের পশ্চিমপাড়া তকলিবুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে নাজিবুল ও সেপুল মিয়ার স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের আঘাতে নাজিবুল গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস