দেশজুড়ে

গোপালগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে সহিদুল মোল্লা নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩ জুন) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হায়দার আলী খোন্দকার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

সরকার পক্ষের কৌঁসুলি রঞ্জিত কুমার বাড়ৈ জানান, ২০১৪ সালের ২০ নভেম্বর স্ত্রী লাভলী বেগমকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ির পাশের ফাঁকা মাঠে মাফলার পেঁচিয়ে হত্যা করেন। পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই দিন নিহতের বাবা ছমির গাজী সাত জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে সহিদুলের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন।

মেহেদী হাসান/আরএইচ/জেআইএম