বরগুনায় দুই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। রোববার (৩ জুলাই) দুপুরে বিষখালী নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে এক ক্রেতা মাছটি চার হাজার ৯০০ টাকায় কিনে নেন।
পৌর মাছ বাজারের বিক্রেতা মো. শাহ আলম জানান, দুপুরে বিষখালী নদীতে দুই কেজি ১০০ গ্রাম ওজনের মাছটি ধরা পড়ে। দর কষাকষির এক পর্যায়ে দুই হাজার ৩৫০ টাকা কেজিদরে এক ঠিকাদার মাছটি কিনে নেন।
আরএইচ/জিকেএস