জাতীয়

কারাগারে যেমন আছেন লতিফ সিদ্দিকী

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২৬ নম্বর সেলে একাকী কেমন দিন কাটছে বিতর্কিত সাবেক মন্ত্রী ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর? ঝড়-ঝঞ্ঝার মুখেও দৃশ্যত `অবিচল` লতিফ নির্জন সেলে গতকাল একেবারেই চুপচাপ ও শান্ত ছিলেন বলে কারাসূত্র থেকে জানা গেছে । ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নাছির উদ্দিন জানান, ডিভিশনপ্রাপ্ত বন্দিদের জন্য বরাদ্দ খাবারের পাশাপাশি তিনি বাড়ি থেকে পাঠানো কিছু ফলও খেয়েছেন। এর মধ্যে রয়েছে আপেল, কমলা ও কলা। রাতে বেশ ঠাণ্ডা তাই তাকে শীতের কাপড়ও দেওয়া হয়েছে। তিনি চাইলে বাড়ি থেকে টিভি সেটও আনতে পারেন। অবশ্য টিভি সেটের জন্য তেমন আগ্রহও তিনি দেখাননি। লতিফ সিদ্দিকীর প্রধান হবি পুস্তক পাঠ। তার বাড়িতে সমৃদ্ধ পাঠাগার রয়েছে। গতকাল পর্যন্ত তিনি বাড়ি থেকে কোনো বইও আনেননি।ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ফরমান আলী জানান, কারাবিধি অনুযায়ী একজন আইনজীবী গতকাল তার সঙ্গে দেখা করে ওকালতনামায় সই নিয়েছেন। লতিফ সিদ্দিকী তার সঙ্গে কিছু পরামর্শও করেন। মনে করা হচ্ছে তিনি অচিরেই উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করবেন। যে অভিযোগে আবদুল লতিফ সিদ্দিকী গ্রেফতার হয়েছেন তা জামিনযোগ্য। সূত্র : সমকাল