ঢাকা বিশ্ববিদ্যালয় তার ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী বেছে নিয়েছে। বিশ্ববিদ্যালয় ফেল করাচ্ছে বা শিক্ষার্থীরা ফেল করছে বিষয়টি তা নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার বিকেলে (৬ জুলাই) চাঁদপুরের সার্কিট হাউজে ঢাবি ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কৃতকার্যের হার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটি ধারণক্ষমতা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ভর্তি পরীক্ষা নিয়েছে। সে পরীক্ষায় তারা কতজনকে নেবে তারা সেই বাছাইটি করে নিচ্ছে। যারা বাছাই হচ্ছে না তারা অকৃতকার্য হচ্ছে বা তারা পরীক্ষার প্রশ্নের কোনো উত্তর দিতে পারছে না বিষয়টি তা কিন্তু নয়। এত শিক্ষার্থীকে বাদ দেওয়া হয়েছে কথাটি কিন্তু তা নয়, বিশ্ববিদ্যালয় তার ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী বেছে নিয়েছে। বাকিরা অন্যান্য জায়গায় ভর্তি হবে।
পরে মন্ত্রী যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুব মহিলা লীগের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।
এসময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্তি পুলিশ সুপার সুদীপ্ত রায়, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম আতিক/এমআরআর/এএসএম