কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাসের চাপায় নাছিম মিয়া (২৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পানাউল্লাচর চর খুরার মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছিম শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের পশ্চিম পাড়ার ব্যবসায়ী মো. সামসু মিয়ার ছোট ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাছিম। পথে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাতায়াত পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই নাছিম মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির বলেন, পান্নাউল্লাহচর এলাকায় কিশোরগঞ্জগামী যাতায়াত পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার উদ্ধার করা হয়েছে।
এসজে/এমএস