বাগেরহাটের মোংলায় ঈদুল আজহা উদযাপন করেছে কয়েকটি গ্রামের শতাধিক পরিবার। শনিবার (৯ জুলাই) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব বেল্লাল সরদার। এতে উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মসজিদ এলাকায় পুলিশ মোতায়েন ছিল।
প্রায় ৪৫ বছর ধরে মোংলা উপজেলার কয়েকটি গ্রামের মানুষ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকেন।
চটেরহাট বাজার জামে মসজিদের ইমাম ও খতিব বেল্লাল সরদার বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টার। আর এ সময়টুকুর কারণে পুরো দিনের পার্থক্য হতে পারে না। তাই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছি।
তিনি আরও বলেন, বিগত বছরের তুলনায় এবারের জামাতে মুসল্লির উপস্থিতি বেশি ছিল। ঈদের নামাজ শেষে যে যার সাধ্যমতো পশু কোরবানি করেছেন।
এমআরআর/জেআইএম