চাঁদপুরের হাজীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে একই বাড়ির রুহুল আমিন (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১১ জুলাই) রাতে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, ঈদের আগের দিন চকলেট দেওয়ার লোভ দেখিয়ে রুহুল আমিন ওই কিশোরীকে বাড়ির সামনের কাচারি ঘরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন তিনি। বিষয়টি বাড়ির দুই নারী দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসেন। এসময় রুহুল আমিন পালিয়ে যান। এ ঘটনায় কিশোরীর বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রভাকর বড়ুয়া বলেন, মামলার পর কৌশলে আসামিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইর সৈয়দ বলেন, এ ঘটনার মামলা হয়েছে। মেডিকেল রিপোর্টের জন্য ভিকটিমকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/এএসএম