দেশজুড়ে

গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিশু

ফরিদপুরের বোয়ালমারীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রোজা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

শিশু রোজা উপজেলার শেখর ইউনিয়নের নিধিপুর গ্রামের কৃষক শাহিন মোল্লার মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় রোজা। গোসলের এক পর্যায়ে তাকে না পেয়ে বাকিরা রোজার বাড়িতে খবর দেয়। পরে প্রতিবেশীদের সহায়তায় পরিবারের সদস্যরা রোজাকে পানির মধ্যে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. খালেদুর রহমান জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ জাগো নিউজকে বলেন, পুকুরে গোসল করতে নেমে অসাবধানতাবশত পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।

এন কে বি নয়ন/এসআর/এএসএম