ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৯ জনেক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ভারত থেকে বাংলাদেশে ঢুকার সময় ১০জন ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে ৯ জনকে আটক করা হয়।
বুধবার (১৩ জুলাই) ভোরে সীমান্তের মাটিলা ও বাঘাডাংগা বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি যশোর, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, ভোলাসহ বিভিন্ন জেলার।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জাগো নিউজকে বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পুরুষ, নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জেআইএম