দেশজুড়ে

ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মিরাজুল ইসলাম (২৫) নামের বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে পর তাকে কারাগারে পাঠানো হয়। মিরাজুল ইসলাম উপজেলার বিনোদপুর গ্রামের আকালুলের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ওই গৃহবধূকে প্রায় উত্ত্যক্ত করতেন মিরাজুল ইসলাম। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার বৈঠকও হয়। গত ১০ জুলাই (রোববার) সন্ধ্যায় ওই গৃহবধূর স্বামী শহরে গুরুত্বপূর্ণ কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। পরে ওই গৃহবধূ ঘরের দরজা না দিয়েই ঘুমিয়ে পড়েন। এরপর রাত অনুমানিক দেড়টার দিকে স্বামী বেশে মিরাজুল ইসলাম ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে সন্দেহ হলে লাইট জালিয়ে দেখেন লোকটি তার স্বামী নয়, প্রতিবেশী মিরাজুল ইসলাম। এসময় ওই গৃহবধূ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। কিন্তু এরমধ্যে মিরাজুল ইসলাম পালিয়ে যান। পরে ১৩ জুলাই রাতে ওই গৃহবধূ মামলা করেন। মামলার পর রাতেই বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মিরাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ওই গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএইচ/এমএস