উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ার ফলে বৃহস্পতিবার (১৪ জুলাই) তা তাপপ্রবাহে রূপ নেয়।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার প্রতিবেদনে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।
আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে সবুর হোসেন বলেন, আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। আর এক সপ্তাহ পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মাসুদ রানা/এমআরআর/এমএস