দেশজুড়ে

সাভারে নারীর হাত-পা বেঁধে বাড়িতে ডাকাতি

ঢাকার সাভারে এক নারীর হাত-পা বেঁধে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দৈনিক যায়যায়দিন পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি আরজু মীরের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১টার সময় তিন সদস্যের একদল ডাকাত বিদ্যুৎ অফিসের লোক পরিচয় দিয়ে তার বাড়িতে প্রবেশ করে। পরে ডাকাতরা তার স্ত্রীর হাত-পা বেঁধে আলমারিতে রাখা নগদ ২০/২৫ হাজার টাকা, হীরার একটি আংটি ও দুটি নাকফুলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে হাত-পা বাঁধা অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনাটি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের ধরতে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ।

মাহফুজুর রহমান নিপু/এমআরআর/জেআইএম