দেশজুড়ে

মাগুরায় বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

মাগুরায় পাট কাটার সময় বজ্রপাতে রামানন্দ (৪৮) নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে সদর উপজেলার নতুনগ্রামের মাঠে এ ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. আবুল কাশেম জানান, দুপুরে ওই মাঠে কয়েকজন পাট কাটার শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা মাঠেই পাটের স্তূপের নিচে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাতে হলে রামানন্দসহ তিন শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুল্লিয়া বাজারে এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। তিনি রামানন্দকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা হাসপাতালে পাঠানো হয়েছে।

আল এমরান/আরএইচ/জিকেএস