তীব্র তাপপ্রবাহের পর ঝিনাইদহে বৃষ্টির দেখা মিলেছে। শুক্রবার (২২ জুলাই) দুপরে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ। মুহূর্তে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
বৃষ্টি দীর্ঘ সময় স্থায়ী না হলেও প্রকৃতিতে ঠাণ্ডা হাওয়া দিয়ে যায়। তবে দীর্ঘদিন পর এমন বৃষ্টিতে ভেজা থেকে বঞ্চিত হননি শহরের মানুষ। বৃষ্টির কারণে গাছ-গাছালির মধ্যেও যেন ফিরেছে স্বস্তি,পাতাগুলো সতেজ হয়ে উঠেছে।
মেহেদী হাসান সবুজ নামের এক যুবক জানান, বিগত কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘর থেকে বের হতে পারছিলাম না । স্বাভাবিক জীবনযাত্রা থেমে গিয়েছিল। হঠাৎ স্বস্তির বৃষ্টি নামে। এ বৃষ্টি উপভোগ করার জন্য ভিজতে নেমে পড়ি। এখন মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি।
রকি নামের আরেক ব্যক্তি জানান, তাপপ্রবাহে কোথাও স্বস্তি ছিল না। গরমে কষ্ট পাচ্ছিলেন সবাই। বৃষ্টির জন্য প্রার্থনা করেছে অনেকে। তাই সে দীর্ঘ প্রত্যাশার বৃষ্টি পেয়ে সবাই খুশি।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস