শেরপুরের শ্রীবরদীতে ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শহিজল ওরফে ডালি (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলার তাতিহাটী ইউনিয়নের চককাউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডালি ওই গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সকালে ডালি তার ঘরের ফ্যানের সংযোগ দিতে যায়। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল নাইম ডালিয়া বলেন, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইমরান হাসান রাব্বী/এএইচ/জিকেএস