দেশজুড়ে

জয়পুরহাটে স্কুলছাত্রী অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

জয়পুরহাট সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ মামলায় চঞ্চল হোসেন (৩৭) নামের এক যুবককে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

রোববার (২৪ জুলাই) বিকেলে ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় ঘোষণা করেন।

চঞ্চল জয়পুরহাট সদরের পার্শ্ববর্তী নওগাঁর ধামুইরহাট উপজেলার বলরামপুর গ্রামের ছাইফুল ইসলামের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে মাদরাসায় যাতায়াতের পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন চঞ্চল। ২০০৯ সালের ১৯ জুলাই মাদরাসায় যাওয়ার পথে কিশোরীকে মোটরসাইকেলে জোর করে তুলে নিয়ে যান। ২৫ জুলাই কিশোরীর বাবা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় অপহরণ মামলা করেন। একই সালের ১৫ সেপ্টেম্বর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

মামলার দীর্ঘ শুনানি শেষে রোববার আসামি চঞ্চলকে ১৪ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় চঞ্চল আদালতে উপস্থিত ছিলেন।

জয়পুরহাট জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান/এসআর/জিকেএস