বিনোদন

তানিয়া আহমেদের দিনকাল

অভিনেত্রী হিসেবেই বেশ জনপ্রিয় তানিয়া আহমেদ। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন তিনি। বর্তমানে ‘আমি আর মা’ ও ‘আজকের অনন্যা’ নামের দুটি প্রচার চলতি অনুষ্ঠানের সঞ্চালনা করছেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় কেমন উপভোগ করেন সে প্রশ্নের উত্তরে তানিয়া বলেন, এটা ভিন্ন একটি আনন্দ। আসলে অভিনয়টা হলো আমার মূল পেশা। আর উপস্থাপনাটা শুধু আনন্দ দেয়া ও পাওয়ার জন্যই করি। এ পর্যন্ত অনেক সাড়া পেয়েছি। বিশেষত ‘আমি আর মা’ অনুষ্ঠানটি আমাকে বেশ টেনেছে। আর অনেকের কাছে শুনেছি অনেক মা এ অনুষ্ঠানটি নিয়মিত দেখেন। এসব শুনলে খুবই ভাল লাগে। পাশাপাশি অনুপ্রেরণা পাই। এখন বলতে পারেন নাটকের মতোই উপস্থাপনাটাও আমার অন্যরকম এক ভালবাসায় পরিণত হয়েছে। টিভি চ্যানেলের অনুষ্ঠান ও নাটকে অভিনয়ের পাশাপাশি ‘গুডমর্নিং লন্ডন’ নামের একটি ছবির পরিচালনা নিয়েও ব্যস্ত সময় কটাচ্ছেন তানিয়া। এটি তার পরিচালিত প্রথম ছবি। শুটিংয়ের পর বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।