পঞ্চগড়ের বোদায় পুকুরে ডুবে আব্দুর রাহিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার অমরখানা ইউনিয়নের বোদাপাড়ার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুর রাহিন ওই এলাকার ফজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে রাহিন তার মা দিপালী বেগমের সঙ্গে জাঁক দেওয়া পাটের আঁশ ছাড়াতে যায়৷ এ সময় তার মা কাজ করলেও রাহিন একটু দূরে পুকুরের পাড়ে খেলছিল। খেলার এক পর্যায়ে রাহিন পুকুরের পানিতে পড়ে গেলেও টের পায়নি তার মা। পরে সেখান থেকে বাসায় চলে এসে রাহিনকে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। সন্ধ্যায় ওই পুকুর থেকে পরিবারের সদস্যরা রাহিনের মরদেহ উদ্ধার করেন৷
বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সফিকুল আলম/আরএইচ/জেআইএম