দেশজুড়ে

সৌদি আরব ফেরা হলো না পিয়াসের

নোয়াখালীর সুবর্ণচরে দ্রুতগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. পিয়াস (২৮) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চরজব্বারের হারিছ চৌধুরীর বাজারের উত্তর পাশে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াস কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের পশ্চিম বাটইয়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। তিনি কয়েকদিনের মধ্যে কর্মস্থল সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনায় আহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে মো. সোহাগ (২৪) ও একই উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে মো. আনোয়ার হোসেন (২৩)। তারা নোয়াখালী পৌর বাজারের মৎস্য ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, ফাঁকা রাস্তায় দুটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল দুটি ধুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস জাগো নিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিয়াস কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন। আগামী কয়েকদিনের মধ্যে সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/জেএস/জেআইএম