দেশজুড়ে

ঝিনাইদহে বিএনপি নেতা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় তিনজন খালস পেয়েছেন।

বুধবার (২৭ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হুসাইন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাহাজান একই উপজেলার চাপালি গ্রামের লুৎফর রহমানের পুত্র।

অতিরিক্ত পিপি আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, কালীগঞ্জের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন ২০১৪ সালের ১৩ মে ফজরের নামাজ পড়ে বাইকে করে চাপালি গ্রামে ধানখেত দেখে বাড়ি ফিরছিলো। এ সময় আসামি শাহাজানহ অনান্যরা মোটরসাইকেল গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে। পরে যশোর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদি হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।

দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত অভিযুক্ত শাহাজানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার অপর আসামি আজিজার, আব্বাস আলী ও আতিয়ারকে বেকসুর খালাশ দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এএইচ/এএসএম