নোয়াখালীর চাটখিলে অস্ত্র দিয়ে ভাতিজাকে ফাঁসানোর চেষ্টাকালে চাচা তৌহিদুল ইসলামকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোরে উপজেলার পূর্ব পরকোট গ্রামে এ ঘটনা ঘটে।
তৌহিদুল ইসলাম ওই গ্রামের আবুল বাশার মজুমদারের ছেলে। তিনি ওই পারকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তার কাছে থেকে একটি দেশিয় তৈরি পাইপগান জব্দ করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজা নাফিজ ইকবালকে (১৬) ফাঁসানোর সময় পুলিশ অস্ত্রসহ তৌহিদুল ইসলাম হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম