দেশজুড়ে

সুনামগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে মোছা. মাসুমা বেগম (২০) নামের গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আকিল হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে মাসুমা বেগম স্বজনদের অগোচরে বসতঘরের পূর্ব পাশের বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তাৎক্ষণিকভাবে আকিল হোসেন বাথরুমের দরজা ভেঙে মোছা. মাসুমা বেগমের মরদেহ উদ্ধার করে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস