মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে মাহমুদুর রহমান হাসান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার উছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাসান ওই এলাকার মো. রব মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির পিছনে খেলাধুলা করছিল হাসান। এ সময় পরিবারের অজান্তে সে পুকুরে পড়ে যায়। স্বজনরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে পুকুরে মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আব্দুল আজিজ/আরএইচ/এমএস