দেশজুড়ে

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় লিপি (৩১) নামে এক নারীর নিহত হয়েছেন।

শনিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোয়ালপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। লিপি মাগুরার পাকা গ্রামের জুবায়ের হোসেনের স্ত্রী।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জাগো নিউজকে জানান, নিজ বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ঝিনাইদহ যাচ্ছিলেন জুবায়ের। পথিমধ্যে গোয়ালপাড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তার স্ত্রী লিপি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএএইচ/