বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। রোববার (৩১ জুলাই) দুপুরে হেলিকপ্টার যোগে এখানে আসেন তিনি।
এসময় মুস্তাফা ওসমান তুরান বলেন, স্থাপত্যের অসাধারণ নিদর্শন এ মসজিদ। ৬০টি পিলারের ওপর অসংখ্য গম্বুজ বেষ্টিত মসজিদটি অনন্য একটি ইসলামিক স্থাপত্য। এ স্থাপনা যুগ যুগ ধরে বিশ্বের বুকে সম্মান-সুনাম বৃদ্ধি করে চলেছে।
এসময় রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরানের সঙ্গে তার ছেলে মেহমাদ আল্ফ তুরান, আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএইচ/