দেশজুড়ে

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বরিশালে গ্রেফতারি পরোয়ানা

ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য দেয়ায় সাবেক মন্ত্রী আওয়ামী লীগের বহিস্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বরিশালের একটি আদালত। বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হোসাইন বৃহস্পতিবার শেষ বিকেলে এই আদেশ দেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন জানান, প্রধানমন্ত্রীর জাতীসংঘ সফরের সময় নিউইয়র্কের একটি অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য দেয়ার অভিযোগে সংক্ষুব্ধ বরিশাল নগরীর কাঠপট্টি এলাকার ব্যবসায়ী ওলামালীগ নেতা মোস্তাফিজুর রহমান লিটু বাদী হয়ে গত ২ অক্টোবর চিফ মেট্রোপলিটন আদালতে এই মামলা দায়ের করেন।  গত ২৬ নভেম্বর মামলার ধার্য্য তারিখ সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলার পরবর্তী ধার্য্য তারিখ আগামী ২১ জানুয়ারির মধ্যে গ্রেফতারি পরোয়ানা তামিল করার জন্য সংশ্লিস্ট পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।