জন্ম এবং বেড়ে ওঠা দেশেই কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। পরিচিত আলো-বাতাসেও নিজের পারফম্যান্সে বেশি উন্নতি করতে পারলেন না। ইংল্যান্ডের বার্মিংহ্যামে চলমান ২২তম কমনওয়েলথ গেমসের ১০০ মিটার স্প্রিন্টের হিট থেকেই বাদ পড়েছেন তিনি।
মঙ্গলবার ১০০ মিটার স্প্রিন্টের হিটে ইমরানুর সাতজনের মধ্যে হয়েছেন তৃতীয়। তিনি সময় নিয়েছেন ১০.৪৬ সেকেন্ড। সব মিলিয়ে হিটে অংশ নেওয়া ৭০ জন স্প্রিন্টারের মধ্যে ইমরানুর হয়েছেন ৩৩তম।
গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ওরিগনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের হিটের প্রিলিমিনারি রাউন্ড থেকে প্রথম রাউন্ডে পৌঁছান তিনি। প্রিলিমিনারি রাউন্ডের বাছাইয়ে ইমরানুর সময় নিয়েছিলেন ১০.৪৭ সেকেন্ড।
জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০.৫০ সেকেন্ড দৌড়ে ইমরানুর গড়েছিলেন নতুন জাতীয় রেকর্ড। সেবার ভেঙেছিলেন ২২ বছরের পুরোনো জাতীয় রেকর্ড। মার্চে বেলগ্রেডে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটারে ৬.৬৪ সেকেন্ড দৌড়ে সেমিফাইনালে ওঠেন ইমরানুর।
বার্মিংহ্যামে অন্তত সেমিফাইনালে উঠবেন, এমন একটা স্বপ্ন দেখেছিল বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। কিন্তু ইমরানুরের সেমিফাইনালে ওঠা হলো না। বিদায় নিলেন হিট থেকেই। তারপরের মিশন ইসলাসী সলিডারিটি গেমস। ৯-১৮ আগস্ট তুরস্কে অনুষ্ঠিত হবে এই গেমস।
আরআই/আইএইচএস/