দেশজুড়ে

সারের দাম বেশি নেওয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাটের আক্কেলপুরে কৃষকদের কাছ থেকে রাসায়নিক সারের দাম বেশি নেওয়ায় পাঁচ ব্যবসায়ীকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ আগস্ট) দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ইউএনও হাবিবুল হাসান জানান, পাঁচ সার ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে রাসায়নিক সার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন। পরে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়।

রাশেদুজ্জামান/এসআর/জিকেএস