দেশজুড়ে

নারায়ণগঞ্জে ফিলিং স্টেশন মালিকের লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে মেসার্স জননী ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৭ আগস্ট) দুপুরে অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপ-পরিচালক সেলিমুজ্জামান এ আদেশ দেন।

তিনি জানান, মেসার্স জননী ফিলিং স্টেশন পাঁচ লিটার ডিজেলে ২৩০ মিলিলিটার কম দেয়। ফলে তাদের জরিমানা করা হয়। একই সময়ে আরও চারটি স্টেশনে অভিযান চালালেও কোনো অনিয়ম পাওয়া যায়নি।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস