দেশজুড়ে

ইয়াবাসহ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবাসহ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার ছয়ানী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ছয়ানী ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে আবদুর রহিম (৪৫) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৫০)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, গ্রেফতার দুই আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক ও হত্যাসহ একাধিক মামলা চলমান আছে। সোমবার গোপন সংবাদে ডিবির পরিদর্শক মো. সবজেল হোসেন তাদেরকে ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস