নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবাসহ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার ছয়ানী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ছয়ানী ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে আবদুর রহিম (৪৫) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৫০)।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, গ্রেফতার দুই আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক ও হত্যাসহ একাধিক মামলা চলমান আছে। সোমবার গোপন সংবাদে ডিবির পরিদর্শক মো. সবজেল হোসেন তাদেরকে ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস