নোয়াখালীর সেনবাগে ২৬ মামলার পলাতক আসামি সামছুল হক সামুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (৭ আগস্ট) গভীর রাতে কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রাম থেকে সামুকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সামু ওই গ্রামের নুরুল হক মেস্তরীর ছেলে এবং সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ও কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাকে ২০১৫ সালের বিশেষ ক্ষমতাসহ বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আদালতে মোট ২৬টি মামলা চলমান রয়েছে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম