দেশজুড়ে

বোয়ালমারী টু ঢাকা বিআরটিসি এসি বাস চলাচল শুরু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত বিআরটিসি এসি বাস চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল ৫টায় পৌরশহর বাস টার্মিনাল থেকে বিআরটিসি বাস চলাচলের উদ্বোধন করা হয়।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান ভার্চুয়ালি উপস্থিত থেকে এ সার্ভিসের উদ্বোধন করেন।

রাফি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুল শ্রাবণের তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান দাউদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর ফাহিম প্রমুখ।

বোয়ালমারী বিআরটিসি এসি বাস সার্ভিসের কাউন্টার ম্যানেজার কাজী রিজাউল জাগো নিউজকে জানান, বুধবার (১০ আগস্ট) সকাল ৭টা থেকে বোয়ালমারী পৌর শহরের বাস টার্মিনাল থেকে ঢাকার গুলিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যাবে। রাফি এন্টারপ্রাইজ এ বাস সার্ভিস পরিচালনা করবে।

এন কে বি নয়ন/এসআর/এএসএম