দেশজুড়ে

ফরিদপুরে আসামির ছুরিকাঘাতে এসআই আহত

ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন মিয়াকে (৪০) ধরতে গিয়ে মামুনুল ইসলাম নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় আসামি সুমন মিয়াও আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুমন মিয়ার বাড়ি বোয়ালমারী পৌরসভার কামার গ্রাম এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি সুমন মিয়াকে ধরতে পৌরসভার ওয়াবদা মোড়ের পানি উন্নয়ন বোর্ডের অফিস এলাকায় যান এসআই মামুনুল ইসলাম। এ সময় আসামি ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আসামির ছুরিকাঘাতে মামুনুল ইসলাম আহত হন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুল ইসলাম বলেন, ‘আসামিকে ধরতে গেল তিনি ছুরি দিয়ে কয়েকটি আঘাত করেন। একটা আঘাত আমার মুখে লাগে।’

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘সুমন মিয়া একজন মাদকসেবী। একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তিনি। তাকে ধরতে গিয়ে এসআই মামুনুল ইসলাম আহত হন। তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম