মৌলভীবাজারের কমলগঞ্জের নৈনাছড়া নদীর পানি চলাচলে বিঘ্ন সৃষ্টির কারণে আশপাশের ৩০০ একর রোপা আমন তলিয়ে গেছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ওই এলাকার শত শত কৃষক।
স্থানীয়রা জানান, নদীতে বাঁশের ঘেরা ও নির্মাণাধীন ব্রিজের ড্রাইভারসন সরু থাকায় পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে উপজেলার উত্তরভাগ, মধ্যভাগ, নোয়াগাঁও, কালারায়বিল, শ্রীপুর, পাথারীগাঁও এলাকার অন্তত ৩০০ একর রোপা আমনের ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, আশপাশের এলাকায় শত শত একর ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ধানক্ষেত পরিদর্শক করেছেন কৃষি বিভাগের লোকজন।
উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন বলেন, পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা থাকায় আমন ফলন ব্যাহত হচ্ছে। এটি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) সিফাত উদ্দিন বলেন, দ্রুত এসব সমস্যা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল আজিজ/আরএইচ/এএসএম