দেশজুড়ে

আটার কেজিতে ৫ টাকা বেশি নিয়ে জরিমানা গুনলেন ৫০ হাজার

নোয়াখালী সদর উপজেলায় আটার কেজিতে পাঁচ টাকা বেশি নেওয়ায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ আগস্ট) দুপুরে মাইজদী পৌর বাজারে সেন্টু রঞ্জন সাহা স্টোরকে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

তিনি জাগো নিউজকে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে পৌর বাজারে অভিযান চালানো হয়। এতে সেন্টু রঞ্জন সাহা স্টোরে বসুন্ধরার ৫০ কেজির আটা গায়ের মূল্য এক হাজার ৯৫০ টাকা থাকলেও দুই হাজার ২০০ টাকায় বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। পরে দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া সৌদিয়া ফ্লাওয়ার মিল নামে আরেকটি প্রতিষ্ঠানে আটা-ময়দার গায়ে বিক্রয়মূল্য লেখা না থাকায় তাদেরকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী মো. রুবেল হোসেনসহ সুধারাম মডেল থানার পুলিশ উপস্থিত ছিল।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম