ফরিদপুরের সালথায় সংঘর্ষের আশঙ্কায় আওয়ামী লীগের একাংশ আয়োজিত জাতীয় শোক দিবসের আয়োজন বন্ধ করে দিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, ‘সম্ভাব্য সংঘর্ষের আশংকায় অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছে।’
শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর পুলিশের একটি দল এসে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয় এবং মঞ্চের বাঁশসহ অন্যান্য সামগ্রী খুলে ফেলে বলে আয়োজকরা জানান।
সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ও উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান ইশারত হোসেন জাগো নিউজকে জানান, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সালথা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণের আয়োজন করা হয়। এ উপলক্ষে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয় শনিবার সকাল থেকে।
শনিবার সন্ধ্যার পর সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী মোবাইল করে অনুষ্ঠান বন্ধ করে দিতে বলেন। পরে সন্ধ্যার পর সাড়ে সাতটার দিকে পুলিশ পাঠিয়ে মঞ্চ তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয় এবং তৈরি করা মঞ্চের অংশ খুলে ফেলে পুলিশ। এ সময় আয়োজক পক্ষের নেতাদর হুমকি ধামকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে সালথা থানার ওসি শেখ সাদী জাগো নিউজকে বলেন, মঞ্চ ভাঙা হয়নি, তবে সেখানে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছে।
তিনি বলেন, ওখানে যদি মঞ্চ হয় তাহলে মারামারি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ওই স্থানে অনুষ্ঠান করতে নিষেধ করা হয়েছে।
এন কে বি নয়ন/এফএ/এমএস