নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে জাহিদুল আলম মেহেদী (১৮) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। রোববার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ তরুণের সন্ধান মেলেনি। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করেছে।
নিখোঁজ জাহিদুল ইসলাম উপজেলার মোঘরাপাড়া ইউনিয়নের মজলিস বাড়ি গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় দুপুর ২টার দিকে আট তরুণ মেঘনা নদীতে গোসল করতে নামেন। তারা সাঁতরে তীর থেকে অনেক দূরে চলে যান। একপর্যায়ে বাকিরা তীরে ফিরতে পারলেও জাহিদুল ঢেউয়ের তোড়ে তলিয়ে যান। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালিয়েও নিখোঁজের সন্ধান পায়নি।
সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার বলেন, নিখোঁজ তরুণের সন্ধান এখনো মেলেনি। আমরা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
রাশেদুল ইসলাম রাজু/এমআরআর