দেশজুড়ে

কুড়িগ্রামে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ আগস্ট) দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাটেরকুটি গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. শামীম মণ্ডল (২৭) ও তার স্ত্রী মোছা. মুক্তা বেগম (২২)।

এর আগে শনিবার রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১৫০ গ্রাম গাঁজা, সাত পিস ইয়াবা ও পাঁচ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মাদকদ্রব্যসহ আটক দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরএইচ/এএসএম