দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে গ্যাস কারচুপির দায়ে কারখানা ম্যানেজারের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস কারচুপির অপরাধে ইছামতি লাইমস নামের একটি চুনের কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে ম্যানেজার বাবুল দেওয়ানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার হাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম।

তিনি জানান, মিটারের ইনডেক্সে তার ডুকিয়ে অবৈধ হস্তক্ষেপে গ্যাস কারচুপির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযোগে কারখানার ম্যানেজার মো. বাবুল দেওয়ানকে কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করা হয়।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস