দেশজুড়ে

প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ২

নোয়াখালীর চাটখিলে প্রবাসীর স্ত্রীর (৩২) নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাদাবির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে মোতাহের হোসেন স্বপন (৩৮) ও মিজানুর রহমান টিপু (২৯) নামের ওই দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরে রাতেই দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মোতাহের হোসেন স্বপন চাটখিল উপজেলার কড়িহাটি গ্রামের নুর হোসেন ড্রাইভারের ছেলে। মিজানুর রহমান টিপু একই গ্রামের মৃত হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (৮ আগস্ট) অভিযুক্ত দুই যুবক কৌশলে গৃহবধূর রান্নাঘরে থাকা দুধের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়। গৃহবধূ তার সন্তানদের নিয়ে রাতের খাওয়া শেষে রান্নাঘরে থাকা দুধ পান করে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত অনুমানিক ১টা ৩৫ মিনিটে ওই দুজন গৃহবধূর শয়নকক্ষে ঢুকে তাকে বিবস্ত্র করে ছবি তোলেন ও ভিডিও ধারণ করেন।

এ সময় গৃহবধূ টের পেয়ে গেলে স্বপন তাকে ধর্ষণচেষ্টা চালান। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যান।

পরে আসামি টিপু গৃহবধূর বিবস্ত্র ছবি ফোনে পাঠিয়ে কুপ্রস্তাবসহ দুই লাখ টাকা চাঁদাদাবি করেন। অন্যথায় বিবস্ত্র ছবি-ভিডিও গৃহবধূর প্রবাসী স্বামীর কাছে পাঠানোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির মামলা ও গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস