শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয়েছে পাঁচ দিনের জোড় ইজতেমা, যেটি প্রতিবছর মূল ইজতেমা শুরুর ৪০দিন আগে হয়ে থাকে।আগামী মঙ্গলবার সকালে মোনাজাতের মধ্য দিয়ে এ জোড় ইজতেমার কার্যক্রম শেষ হবে। কয়েক হাজার মুসল্লি জোড় ইজতেমায় অংশ নিতে ইজতেমা মাঠে সমবেত হয়েছেন।তিন চিল্লায় অংশ নেওয়া দেশ-বিদেশী মুসল্লি, আলেম ওলামারা এ জোড় ইজতেমায় অংশ নিচ্ছেন। প্রতিবছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের পূর্বে এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে তাবলীগ জামায়াতের শীর্ষ মুরুব্বীরা বয়ান করেন। পাশাপাশি আসন্ন বিশ্ব ইজতেমা প্রস্তুতি সম্পর্কে দিক নির্দেশনা দেন। জোড় ইজতেমা শেষে মুসল্লিদের একটি অংশ দাওয়াতী কাজে দেশ-বিদেশের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়বেন এবং একটি অংশ ইজতেমা ময়দানের প্রস্তুতি কাজের তদারকিতে থাকবেন।