হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারে লেগে রত্না নদীতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার বাল্লা-মধুপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃতরা হলেন- লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের সুদেব দাশের ছেলে সঞ্জয় দাশ (৪০) ও বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের আক্তার মিয়ার ছেলে মতিন মিয়া (৪০)।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় বরযাত্রী নিয়ে যাচ্ছিল একটি ইঞ্জিনচালিত নৌকা। পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারে লেগে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন সঞ্জয় দাশ। এ সময় আরও সাতজন আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
অপরদিকে মঙ্গলবার সকালে বাঁশ কেনার জন্য নৌকা নিয়ে বাজারে যাওয়ার সময় একই স্থানে বিদ্যুতের ঝুলন্ত তারে লেগে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন মতিন মিয়া। খবর পেয়ে মঙ্গলবার সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুপুরে দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়।
সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান জাগো নিউজকে বলেন, ঝুলন্ত তারের বিষয়ে বারবার পল্লী বিদ্যুৎকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার দাশ জাগো নিউজকে বলেন, নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস