যশোর সদরের চুড়ামনকাঠি বিজয়নগর সেতুর নিচে থেকে বিশ্বনাথ (৩৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত বিশ্বনাথ চুড়ামনকাঠি রেললাইনের পাশে দাশপাড়া আশ্রয়ণ প্রকল্পে থাকেন। তার বাবার নাম কার্তিক দাস।
যশোর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপণ কুমার সরকার জাগো নিউজকে বলেন, বিশ্বনাথ মাছ ধরার জন্য মঙ্গলবার বিকেলে বিজয়নগর ব্রিজের পাশে বাড়ি থেকে বের হন। আজ সকালে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহের পাশে একটি মাছ ধরার বরশি ও মাছ রাখার একটি টিস্যু ব্যাগ, একজোড়া স্যান্ডেল পাওয়া গেছে।
তিনি আরও বলেন, তার মৃগী (খিচুনি) রোগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খিচুনি হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মিলন রহমান/এসজে/এমএস